IQNA

ভিডিও | ক্বারি "সালেহ আহমাদ তাকরীম"এর মনোমুগ্ধকর তিলাওয়াত

তেহরান (ইকনা): হাফেজ সালেহ আহমাদ তাকরীম বাংলাদেশের একজন কুরআনের হাফেজ। তিনি ২০২২ সালে মাত্র ১৩ বছর বয়সে ইরানের তেহরানে অনুষ্ঠিত ৩৮তম ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও, ২০২০ সালে রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন।

সম্প্রতি তিনি জাগরণ টিভি চ্যানেলে সূরা শুআরা’র ৬৯ থেকে ৭৭ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন। তার সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর তিলাওয়াতটি প্রকাশ করা হল:
 
 
 
 
 
 
 
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ، إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ، قَالُوا نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ، قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ، أَوْ يَنْفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ، قَالُوا بَلْ وَجَدْنَا آبَاءَنَا كَذَلِكَ يَفْعَلُونَ، قَالَ أَفَرَأَيْتُمْ مَا كُنْتُمْ تَعْبُدُونَ، أَنْتُمْ وَآبَاؤُكُمُ الْأَقْدَمُونَ، فَإِنَّهُمْ عَدُوٌّ لِي إِلَّا رَبَّ الْعَالَمِينَ
 
(হে রাসূল!) তুমি তাদের নিকট ইবরাহীমের বৃত্তান্ত পাঠ করে শোনাও। সে যখন তার (পালক) পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা কার উপাসনা কর?’। তারা বলল, ‘আমরা মূর্তিপূজা করি এবং সদা তাদেরই উপাসনায় রত থাকি।‘ সে বলল, ‘তোমরা যখন তাদের আহ্বান কর, তারা কি তা শোনে? অথবা তোমাদের কোন উপকার বা অপকার করে?’ তারা বলল, ‘আমরা আমাদের পিতৃ-পুরুষদের এরূপই করতে দেখেছি।‘ সে বলল, ‘তোমরা কি ভেবে দেখেছ, তোমরা কার উপসানা কর? তোমরা এবং তোমাদের বিগত পিতৃ-পুরুষরা? জগৎসমূহের প্রতিপালক ব্যতীত তারা সকলেই আমার শত্রু।

فیلم | تلاوت تلویزیونی «صالح احمد تکریم» کودک بنگلادشی

 
captcha